মধ্যবিত্তের মোহাম্মদপুর অপরাধীদের তীর্থক্ষেত্র হয়ে উঠল কেন?
দিনে-দুপুরে বড় আগ্নেয়াস্ত্র হাতে গোলাগুলি বা রামদা-চাপাতি হাতে প্রকাশ্যে ছোটাছুটি। কখনও ভোরে, কখনো দিনে দুপুরে ফাঁকা সড়কে ছিনতাই, কখনো বসে থাকা মানুষদের এসে কোপানো হচ্ছে।
এক তরুণীকে ঘিরে ধরে পাঁচজন টানা হেঁচড়া করে ছিনতাই করছে, ওড়না টেনে রাস্তায় ফেলে দিচ্ছে, তরুণী দৌড়ে বাঁচার চেষ্টা করছেন।
রাজধানীর মধ্যবিত্তদের আবাসিক এলাকা হিসেবে পরিচিত মোহাম্মদপুরের এসব ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর মানুষ আঁৎকে উঠছে। সামাজিক মাধ্যমেই কেউ কেউ এলাকা ছেড়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন।
গত অগাস্টে রাজনীতির পট পরিবর্তনের পর হঠাৎই যেন অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এলাকাটি।
শেখ হাসিনার সরকার পতনের পর আড়াই মাসে মোহাম্মদপুর থানা এলাকায় অন্তত সাতজন খুন হয়েছেন। এর মধ্যে গুলিতে, ছুরিকাঘাতে ও পিটিয়ে হত্যার ঘটনা আছে।
গুলিতে আহত হয়েছেন আরও অন্তত ছয় জন। দিনে দুপুরে ছিনতাই হচ্ছে, চলন্ত গাড়ি থামিয়েও কোম্পানির টাকা লুটের ঘটনা ঘটেছে, হচ্ছে ‘গ্যাং ফাইট’।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ছিনতাই
- ছিনতাইকারী
- প্রকাশ্যে