শুধু ইসলামী ব্যাংকেই নয় অন্যান্য ব্যাংকেও পারিবারিক কর্তৃত্ব প্রতিষ্ঠা পেয়েছিল
দেশের বেসরকারি ব্যাংক খাতে ইসলামী ব্যাংক আমানত ও গ্রাহকের আস্থায় একটি শক্তিশালী ও ভালো ব্যাংক ছিল। কিন্তু ব্যাংকটিকে ধ্বংস করেছে তার সম্পদ। তার সম্পদই এ ব্যাংকে শকুনদের ডেকে এনেছে। ব্যাংকটির সম্পদ না থাকলে হয়তো তারা এখানে আসত না। এ ব্যাংকের পুরনো পর্ষদ ভেঙে নতুন পর্ষদ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এস আলম গ্রুপকে বের করে দেয়া একটি সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত।
ইসলামী ব্যাংকের যে প্রবৃদ্ধি হয়েছে, তা জ্যামিতিক হারে হয়েছে। এটা অবশ্যই বিস্ময়কর ব্যাপার। ব্যাংকের প্রতি মানুষের আস্থা বেড়েছিল। এ আস্থার কারণে তারা শহর, উপশহরে শাখা করার জন্য আমন্ত্রণ জানাত। গ্রাহকরা ইসলামী ব্যাংক ব্যবস্থাকে পছন্দ করতে শুরু করেছিল। দেশে ইসলামী ধারার ব্যাংক প্রতিষ্ঠায় আইবিবিএল অগ্রদূত ছিল। ব্যাংক প্রতিষ্ঠার পর থেকেই তাদের কার্যক্রম ও গ্রাহকের সেবা করাকে তারা ইবাদতের অংশ হিসেবে নিয়েছিল।
- ট্যাগ:
- মতামত
- ইসলামি ব্যাংক
- বেসরকারি ব্যাংক