বিশ্বকাপ জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে বড় লক্ষ্য

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪, ২২:৩১

পুরো বিশ্বকাপে ১টা ম্যাচেই কেবল পরে ব্যাট করে জয় পেয়েছিল নিউজিল্যান্ডের মেয়েরা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়াতে তাই হয়ত কিছুটা খুশিই হয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন। যদি ম্যাচের প্রথম ১০ ওভার দক্ষিণ আফ্রিকার ওপর ঠিক চেপে বসা হয়নি কিউই নারীদের। 


এমনকি ম্যাচের একটা পর্যায়ে ৪৩ বল বাউন্ডারি ছাড়া থাকতে হয়েছিল নিউজিল্যান্ডকে। কিন্তু সেখান থেকেই অ্যামেলিয়া কার এবং ব্রুক হ্যালিডে খেললেন দুর্দান্ত দুই ইনিংস। ফাইনালে দুবাই স্টেডিয়ামের গ্যালারিভর্তি দর্শকদের দিলেন টি-টোয়েন্টি ক্রিকেটের নিখাঁদ বিনোদন। বাউন্ডারি না পেলেও রান এসেছিল নিয়মিত। সেটাকেই যেন আরও খানিকটা বাড়িয়ে নিলেন দুজনে। 


হ্যালিডের ৩৮ আর অ্যামেলিয়ার ৪৩ রানে শেষ পর্যন্ত নিউজিল্যান্ড পেয়েছে ১৫৮ রানের বড় সংগ্রহ। প্রথমবার নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা পেতে লরা উলভার্টদের করতে হবে হবে ১৫৯ রান। দুবাইয়ের মন্থর পিচ আর নিউজিল্যান্ডের শক্ত বোলিং লাইনআপের সামনে পরীক্ষা কঠিনই হতে চলেছে দক্ষিণ আফ্রিকার। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও