র‌্যাংকিংয়ে শীর্ষে ফিরলেন বিরাট কোহলি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ১৮:২৪

ওয়ানডে ক্রিকেটে আইসিসি র‍্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় আবারও শীর্ষে উঠে এলেন বিরাট কোহলি। তিনি পেছনে ফেলেন সতীর্থ রোহিত শর্মাকে। এই তারকা ব্যাটার ভদোদরায় নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে ৯১ বলে ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। যার সুবাদে ৩০০ রানের লক্ষ্য তাড়া করে জয় নিয়ে ঘরে ফেরে ভারত।


র‌্যাংকিংয়ে এ আপডেটের মাধ্যমে ক্যারিয়ারে ১১তমবারের মতো ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠলেন কোহলি। ২০১৩ সালের অক্টোবরে প্রথমবার এক নম্বরে ওঠা কোহলি এখন পর্যন্ত মোট ৮২৫ দিন শীর্ষে কাটিয়েছেন— যা কোনো ভারতীয় ব্যাটারের জন্য সর্বোচ্চ। সর্বকালের তালিকায় তিনি আছেন দশ নম্বরে; সেখানে শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস, যিনি ২,৩০৬ দিন শীর্ষে ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও