রাহুলের সেঞ্চুরি, ভারতের সংগ্রহ ২৮৪ রান
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ১৮:২২
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের শুরুতে ব্যাট করতে সেঞ্চুরি দেখা পেয়েছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুল। তার সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৮৪ রান করেছে স্বাগতিকরা। ফলে সমতায় ফিরতে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ২৮৫ রান।
রাজকোটে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক মিচেল ব্রেসওয়েল। ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় ভারত। উদ্বোধনী জুটিতে আসে ৭০ রান। ৩৮ বলে ২৪ রান করে আউট হন রোহিত শর্মা। এদিকে ফিফটির দেখা পেয়েছেন আরেক ওপেনার শুবমান গিল। সাজঘরে ফেরার আগে করেন ৫৬ রান।
ব্যাট হাতে খুব বেশি সুবিধা করতে পারেননি বিরাট কোহলি। তার ব্যাট থেকে আসে ২৯ বলে ২৩ রান। আর মাত্র ৮ রান করেই ফেরেন শ্রেয়াস আইয়ার।
- ট্যাগ:
- খেলা
- সেঞ্চুরি
- বিরাট কোহলি