ভারতের ভিসা পাননি যুক্তরাষ্ট্রের পেসার, জন্ম পাকিস্তান বলেই কি

প্রথম আলো প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ২১:২৬

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের ভিসা পেলেন না পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের পেসার আলী খান। সোমবার নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে তিনি নিজেই এ খবর জানিয়েছেন।


ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াসহ আরও কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, শুধু আলী খান নন—যুক্তরাষ্ট্রের আরও তিন ক্রিকেটার শায়ান জাহাঙ্গীর, এহসান আদিল ও মোহাম্মদ মোহসিনও ভারতীয় ভিসা পাননি। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে শ্রীলঙ্কা সফরে থাকা যুক্তরাষ্ট্রের ১৮ সদস্যের দলে আছেন এই চারজন।


চার ক্রিকেটারের জন্মই পাকিস্তানে। তবে আলী খান ও শায়ান জাহাঙ্গীরের ভিসা না পাওয়ার বিষয়টি বেশি আলোচনায় এসেছে। কারণ, তাঁরা দুজনই যুক্তরাষ্ট্রের নাগরিক এবং মার্কিন পাসপোর্টধারী। অন্যদিকে এহসান আদিল ও মোহাম্মদ মোহসিনের কাছে রয়েছে শুধু পাকিস্তানি পাসপোর্ট। যুক্তরাষ্ট্রে বসবাসের ভিত্তিতেই তাঁরা দলে জায়গা পেয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও