সাফ ফুটসালে বাংলাদেশের পথচলা শুরু, সামনে ভারত
দক্ষিণ এশিয়ায় ফুটসালের নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে আজ। থাইল্যান্ডের ব্যাংককে শুরু হওয়া প্রথম সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের উদ্বোধনী ম্যাচেই ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় ব্যাংককের নন্থাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কা ও ভুটান মুখোমুখি হওয়ার কয়েক ঘণ্টা পর মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী। পুরো টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করা হবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
মাঠের লড়াই ছাপিয়ে এই ম্যাচকে ঘিরে রয়েছে ভিন্ন মাত্রা। দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের আবহে এই লড়াইয়ে যুক্ত হয়েছে বাড়তি রোমাঞ্চ ও উত্তেজনা। ফুটসালের মতো গতির খেলায় প্রথমবার একে অপরের শক্তিমত্তা পরখ করে দেখবে দুই দল।
দক্ষিণ এশিয়ায় এখনো ১১ জনের ফুটবল সব জনপ্রিয়তার কেন্দ্রে থাকলেও, সাফ কর্তৃপক্ষ ইনডোর ফুটবলের এই ছোট সংস্করণকে জনপ্রিয় করতে পুরুষ ও নারী—উভয় বিভাগেই আলাদা টুর্নামেন্ট চালু করেছে।
পুরুষদের এই আসরে সাতটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। অর্থাৎ প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলার সুযোগ পাবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলই সরাসরি শিরোপা জয় করবে।
- ট্যাগ:
- খেলা
- ফুটসাল বিশ্বকাপ