বিভক্তিই তাহলে ভবিতব্য!

www.ajkerpatrika.com অরুণ কর্মকার প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৪, ১১:২০

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কয়েক দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়েছিলেন জুলাই-আগস্টের বিপ্লবী ছাত্র-তরুণদের আঁকা গ্রাফিতি দেখতে। সেখানকার দেয়ালে দেয়ালে অসংখ্য গ্রাফিতি আঁকা রয়েছে, যেগুলোতে ওই আন্দোলনের মৌলিক দর্শন ও মূল লক্ষ্য সম্পর্কে ছাত্র-জনতার মনের কথা ব্যক্ত হয়েছে। জনপ্রিয় এই গ্রাফিতিগুলো নিয়ে ‘দি আর্ট অব ট্রায়াম্প’ শিরোনামে একটি আর্টবুকও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। গ্রাফিতিগুলোর মধ্যে সামাজিকমাধ্যমে একটি গ্রাফিতি একটু বেশিই জনপ্রিয়তা পেয়েছে। তাতে বলা হয়েছে ‘আমি তুমি আমরা সবাই।’ অর্থাৎ সবাই মিলে, সবাইকে নিয়ে, এক লক্ষ্যে এগিয়ে চলা। সমাজে এবং রাষ্ট্রে সকলের অন্তর্ভুক্তি।


জুলাই-আগস্টের অভূতপূর্ব ছাত্র-গণ-অভুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে যে অন্তর্ভুক্তিমূলক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠার সম্ভাবনা সৃষ্টি হয়, তার পেছনে রয়েছে আন্দোলনের এই দর্শন। এই দর্শনই সবাইকে রাজপথে এক সারিতে মিলিয়ে দিয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও