খাবার ঘর ছোট বলে চিন্তায় পড়েছেন কি

প্রথম আলো প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৪, ১৪:০৭

আধুনিক অন্দরসজ্জায় চলছে হালকা নকশারই আধিপত্য। ছোট্ট ফ্ল্যাটবাড়ির ছোট্ট খাবার ঘরটাও হালকা আসবাবে চমৎকারভাবে সাজিয়ে তোলা হচ্ছে। শহুরে অন্দরে কারুকার্যময় নকশার ভারী আসবাবের চাইতে হালকা নকশার আসবাবই এখন বেশি জনপ্রিয়। মিনিমালিজমের ধারণাটা কেবল আসবাবের সংখ্যা আর নকশাতেই নয়, কার্যকারিতা বিবেচনায় আসবাবের বিন্যাসেও কাজে লাগানো হচ্ছে।


একটা সময় বসতবাড়ি মানেই যেন ছিল বহু মানুষের মাথা গোঁজার ঠাঁই। তবে যৌথ পরিবারের ধারণা থেকে বেরিয়ে এসে একক পরিবার গঠন করা হচ্ছে অনেক বছর ধরেই। ছোট হয়ে এসেছে নিজস্ব আবাসের সীমানাও।


ছোট পরিসরে কম আসবাব দিয়েই নিজেদের সব প্রয়োজন মেটানোর প্রয়াসে ছিমছাম, হালকা বা মিনিমালিজমকে গ্রহণ করেছে মানুষ। খাবার ঘরে মিনিমালিজমের নানা দিক প্রসঙ্গে জানালেন আরএমএ আর্কিটেক্টসের প্রধান স্থপতি রাফিয়া মারিয়াম আহমেদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও