সংবিধান বাতিল, নাকি সংশোধন?

যুগান্তর জেহসান ইসলাম প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৪, ১০:৪৬

ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ তথা শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের সংবিধান নিয়ে দুটি মত বেশ জোরেশোরে আলোচিত হচ্ছে। দুটি মত নিয়েই সব পর্যায়ের আলোচকরা দুভাগে বিভক্ত। মত দুটি আমরা সবাই জানি-সংবিধান সংশোধন, নাকি পুনর্লিখন বা বাতিল? দুটি মতের কোনটি সঠিক তা বলার আগে বিশ্বের প্রধান কয়েকটি দেশে স্বাধীনতা লাভ বা বড় রকমের বিপ্লব সংঘটিত হওয়ার পর রচিত সংবিধান ও এর ইতিহাস পর্যালোচনা করে দেখা যেতে পারে।


অধিকাংশ দেশে নতুন করে সংবিধান রচিত হয়েছে দেশকে বহিঃশাসন থেকে মুক্ত করার পর অথবা সফল বিপ্লবের মাধ্যমে প্রচলিত শাসনব্যবস্থাকে আমূল পরিবর্তনের পর। আধুনিক যুগে বিপ্লবের কথা এলে প্রথমেই আসে ফরাসি বিপ্লবের প্রসঙ্গ। এ বিপ্লব ছিল দুনিয়ার বুকে সাড়া জাগানো অন্যতম বিপ্লব। এ বিপ্লবের মাধ্যমে শুধু যে অভিজাততন্ত্রের পতন হয়েছে তাই নয়, এ মহাঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ইতিহাসে রচিত হয়েছে বিশ্বসেরা দর্শনগুলো। জন্ম নিয়েছেন রুশো, ভলতেয়ার, মন্টেস্ক্যু’র মতো জাঁদরেল দার্শনিকরা, যারা এখনো সম্পূর্ণ প্রাসঙ্গিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও