ইসরায়েল যখন যুদ্ধকে ‘মহাসুযোগ’ মনে করে
গাজায় একটি মহাসুযোগ কাজে লাগানোর পর ইসরায়েল এখন আরেকটি মহাসুযোগ কাজে লাগাতে যাচ্ছে। আর তা হলো লেবাননে একটি যুদ্ধ। যখনই যুদ্ধের আশঙ্কা দেখা দেয়, তখনই ইসরায়েল যেন এক অসীম সুযোগের ভূমিতে প্রবেশ করে। প্রতিটি যুদ্ধই একটি সুযোগ, আর প্রতিটি সুযোগ একটি যুদ্ধ ডেকে আনে।
গাজায় সমস্যা হয়েছে? যুদ্ধই সমাধান। উত্তরাঞ্চলীয় (লেবানন) সীমান্তে সমস্যা দেখা দিয়েছে? আরেকটি যুদ্ধ হোক। বহু ইসরায়েলি এখন বেশ উত্তেজিত হয়ে রয়েছে। হাজার হোক, তারা তো একরকম একটি সুযোগের জন্য বছরের পর বছর অপেক্ষা করছিল। অন্যরাও একে নীরবে সমর্থন দিচ্ছে একটি নিপীড়নমূলক অবস্থায় পতিত হয়ে। তবে তারা প্রায় সবাই একমত যে আর কোনো বিকল্প নেই।