চীনের অতি উৎপাদন বিশ্বে উত্তেজনা বাড়াবে

প্রথম আলো ব্রেন্ডান কেলি প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪, ১৯:৫৮

ডোনাল্ড ট্রাম্পের কর বাড়ানোর হুমকি শিগগিরই আন্তর্জাতিক খবরে বড় শিরোনাম হতে পারে। কিন্তু বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যব্যবস্থার ক্ষেত্রে চীনের অতিরিক্ত উৎপাদনক্ষমতা বা ওভার ক্যাপাসিটিও একটি দীর্ঘমেয়াদি বড় চ্যালেঞ্জ হিসেবে সংবাদমাধ্যমে বড় জায়গা দখল করবে। উন্নত এবং উদীয়মান দেশগুলো সম্প্রতি চীনের পণ্য আমদানিতে শুল্ক আরোপ করেছে। এর প্রতিক্রিয়ায় চীনও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং সামষ্টিক অর্থনীতিতে প্রণোদনা দিয়েছে। ফলে আগামী কয়েক বছরে চীনের অতি উৎপাদনের এই সমস্যা কোন দিকে গড়াবে, তা ক্রমে স্পষ্ট হচ্ছে। বোঝা যাচ্ছে, বৈশ্বিক ভূরাজনীতির ওপর এই সংকট বড় ধরনের প্রভাব ফেলবে। 


যুক্তরাষ্ট্র চীনের ওভার ক্যাপাসিটির বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে শুল্ক আরোপ করার এক মাস পর গত ২৯ অক্টোবর ইউরোপও চীনের উৎপাদিত বিদ্যুচ্চালিত গাড়ির (ইভিএস) ওপর শুল্ক বসায়। এই পদক্ষেপগুলো ব্যাপকভাবে প্রচারিত হলেও, বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের দায়ের করা অভিযোগ (যেখানে চীন তুরস্কের ইভিএস শুল্কের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে) অনেকটাই উপেক্ষিত রয়ে গেছে। এই মামলা চীনের ব্যর্থতাকে তুলে ধরেছে। এ থেকে বোঝা যাচ্ছে, চীন উদীয়মান বাজারগুলোকে উন্নত অর্থনীতির পথ অনুসরণ করা থেকে নিরুৎসাহিত করার চেষ্টা করেও তা এখন পর্যন্ত করতে পারেনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও