প্রধানরা নিজেদের বিতর্কিত করছেন কেন
১১ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের জাতির উদ্দেশে ভাষণটি ছিল খুব সাবলীল। ক্ষমতা গ্রহণের পর এটি ছিল তাঁর দ্বিতীয় ভাষণ। তাঁর এই ভাষণের আকর্ষণীয় দিকটি ছিল, তিনি রাষ্ট্র সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ৬টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিভাগ-প্রতিষ্ঠানের সংস্কার কমিশনের প্রধানের নাম ঘোষণা করেছেন।
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে প্রথমে ড. শাহদীন মালিকের নাম ঘোষণা করা হলেও, পরে এ দায়িত্ব পেয়েছেন ড. আলী রীয়াজ। কমিশনপ্রধানদের নামগুলো দেখে আশাবাদী হয়ে সন্তোষ প্রকাশ করেছিলাম।