You have reached your daily news limit

Please log in to continue


অন্তর্বর্তীর অন্তরে গ্যাস-বিদ্যুতের চিন্তা

ঝুঁকিপূর্ণ অবস্থায় জাতীয় গ্রিডে গ্যাসের সবচেয়ে বড় উৎসের মজুদ বিবিয়ানা গ্যাস ফিল্ড। শোরগোল না থাকলেও সরকারের চোখ তা এড়ায়নি। নানান চ্যালেঞ্জ ও সংস্কার নিয়ে আলোচনার ফাঁকে গ্যাসের ঝুকিটি থেকে যাচ্ছিল অনেকটা অলক্ষ্যে। আওয়াজে না গিয়ে তা বেশ আমলে নিয়ে এগোচ্ছে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ। জাতীয় গ্রিডে প্রতিদিন গ্যাস যুক্ত হচ্ছে দুই হাজার ৫৯০ মিলিয়ন ঘনফুট। এর ৩৯ শতাংশই আসে মার্কিন কোম্পানি শেভরন পরিচালিত এই গ্যাস ক্ষেত্র থেকে। পরিমানে তা এক হাজার দুই মিলিয়ন ঘনফুট। বিশেষজ্ঞরা আগাম বার্তা দিয়ে রেখেছেন, আগামী দু’তিন বছরের মধ্যে বিবিয়ানায় গ্যাস উৎপাদন কমে যাওয়ার। তখন বড় ধরনের বিপর্যয় নামলে আমদানিনির্ভরতা বেড়ে যেতে পারে। গ্যাসের অভাবে এরইমধ্যে চাপে ভুগছে শিল্প, বিদ্যুৎ ও সার উৎপাদন।

এ নিয়ে উদ্বেগ যাচ্ছে অন্তর্বর্তী সরকারের অন্তঃস্থলে। গ্যাস মজুদের টুপি (প্রমাণিত ও সম্ভাব্য) হিসাব অনুযায়ী, বিবিয়ানায় গ্যাসের মজুদ থাকার কথা প্রায় ছয় ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)।শেভরনের পক্ষ থেকে গত বছর মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে বাংলাদেশে অতিরিক্ত ৪৮১ বিলিয়ন কিউবিক ফুট (বিসিএফ) গ্যাস মজুদের কথা জানানো হয়। পেট্রোবাংলা সূত্রের তথ্য অনুযায়ী, এ মজুদও বিবিয়ানার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন