তৃতীয় দিন শেষে বাংলাদেশ ৪ উইকেটে ১৫৮

প্রথম আলো প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৩

বড় হার এড়াতে পারবে বাংলাদেশ?


আলোক স্বল্পতায় খেলা বন্ধের কিছুক্ষণ পর দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেছেন আম্পায়াররা। তৃতীয় দিন শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৪ উইকেটে ১৫৮। অধিনায়ক নাজমুল হোসেন অপরাজিত ৫১ রানে, অন্য প্রান্তে ৫ রানে সাকিব আল হাসান।


৫১৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করা বাংলাদেশ জাকির হাসান–সাদমান ইসলামের উদ্বোধনী জুটি থেকে পেয়েছিল ভালো শুরু। দুজনের ৬২ রানের জুটি ভাঙে যশপ্রীত বুমরার বলে জাকির গালি অঞ্চলে জয়সোয়ালের দারুণ ক্যাচে পরিণত হলে। ৪৭ বলের ইনিংসে ৫ চার ১ ছক্কায় ৩৩ রান করে যান জাকির। আরেক ওপেনার সাদমানের আউট অবশ্য হেলাফেলায়। অশ্বিনের ‘নিরীহ’ এক বল শর্ট মিডউইকেটে শুবমান গিলকে ক্যাচ দেন তিনি (৬৮ বলে ৩৫)।


আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ


চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামের আকাশে শেষ বেলায় দেখা দিয়েছে কালো মেঘ। এর কারণে হয়েছে আলোর স্বল্পতা। ফ্লাড লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে অল্প আলোতে আম্পায়ার খেলা চালিয়ে নেওয়ার পক্ষে নন। দুই দলের খেলোয়াড়েরাই মাঠ ছেড়েছে। খেলা আপাতত বন্ধ। এ সময় দ্বিতীয় ইনিংসে ৩৭.২ ওভারে ৪ উইকেটে বাংলাদেশ তুলেছে ১৫৮ রান।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও