মহানগরকে হারিয়ে ফাইনালে রংপুর, খুলনা বিদায় করল চট্টগ্রামকে
জাতীয় লিগ টি-টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে মাত্র ১০৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়েও কষ্ট করতে হয়েছে। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে তারা। এই জয়ে রংপুর জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের ফাইনালে।
তবে হেরে গিয়েও ফাইনালে ওঠার সুযোগ থাকছে ঢাকা মহানগরের।
কোয়ালিফায়ারে জায়গা পাওয়া ঢাকার দলটি কাল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এলিমিনেটরে জয় পাওয়া খুলনার সঙ্গে। খুলনা বিদায় করেছে চট্টগ্রামকে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকার ব্যাটাররা শুরু থেকেই ছন্দ হারান। ১৪.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে দলটি তোলে মাত্র ৬৬ রান।
ওপেনার ইমরানুজ্জামানের ৩০ রান (৪২ বল) এবং আমিনুল ইসলামের অপরাজিত ২৪ বলে ২৩ রানের ইনিংসে দলটি ২০ ওভারে করে ১০৭ রান।
রংপুরের বোলারদের মধ্যে রবিউল হক ১৯ রানে ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।
১০৮ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও রংপুরের ব্যাটাররা শুরুতে ধুঁকেছেন। প্রথম ১২.১ ওভারে দলটি ৬২ রান তুলতেই হারায় ৪টি উইকেট।
- ট্যাগ:
- খেলা
- জাতীয় লিগ
- টি-টোয়েন্টি লিগ