যুব এশিয়া কাপ জয়ীদের মোটা অঙ্কের অর্থ পুরস্কার দেবে বিসিবি

যুগান্তর প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪, ২০:৩৯

চলতি মাসের শুরুতে যুব এশিয়া কাপ জয় করেছে বাংলাদেশ। দুবাইয়ে অনুষ্ঠেয় ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শিরোপাজয়ী যুবাদের বড় অঙ্কের অর্থ পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


শনিবার (২১ ডিসেম্বর) বিসিবির বোর্ড মিটিং শেষ এই পুরস্কারের কথা জানিয়ে সভাপতি ফারুক আহমেদ বলেন, যুব এশিয়া কাপজয়ী প্রতি ক্রিকেটার ও কোচিং স্টাফ সদস্যদের ৩ লাখ টাকা করে দেবে বিসিবি।


এর আগে যুব এশিয়া কাপজয়ী ক্রিকেটারদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।


প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালের মহারণে আগে ব্যাট করতে নেমে যুব টাইগাররা সংগ্রহ করে ১৯৮ রান। সর্বোচ্চ ব্যক্তিগত ৪৭ রান করেন রিজান হোসেন। এ ছাড়া শিহাব জেমস ৪০ ও ফরিদ হাসানের ৩৯ রানে বাংলাদেশ লড়াকু পুঁজি পায়। লক্ষ্য তাড়ায় আজিজুল হাকিম তামিম ও দেবাশীষ দেবার বোলিং তোপে ১৩৯ রানেই অলআউট হয়ে যায় ভারত।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও