জনপ্রশাসনে এই অস্থিরতা কী নির্দেশ করে?

প্রথম আলো খাজা মাঈন উদ্দিন প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৯

রক্তাক্ত জুলাই-আগস্ট বিপ্লবের এক মাস পর বাংলাদেশ সচিবালয়ের ভেতরে দেখা গেল এক সহিংস ঘেরাও কর্মসূচি। দেখা গেল, জেলা প্রশাসক না হতে পারা এক দল সংক্ষুব্ধ কর্মকর্তার হতাশার বহিঃপ্রকাশ।


ক্ষুব্ধ জনপ্রশাসনের কর্মকর্তারা আক্রমণ করেন দুজন যুগ্ম সচিবকে, যাঁরা কদিন আগেই বঞ্চিতদের দলে ছিলেন। জেলা প্রশাসক (ডিসি) পদে পদায়নের বিষয় এই দুজনের চূড়ান্ত কর্তৃত্বে ছিল, এমনও নয়।


প্রাপ্তিযোগ-সংক্রান্ত এই অসন্তোষ বিপ্লবের অংশ—এটাও বলা যাবে না। তবু বদলি, পদায়নে কোনো অসামঞ্জস্য হয়ে থাকলে তার ধারাবাহিক সমাধান সম্ভব ছিল এবং আছেও। সহিংসতা যদি দাবি আদায়ের উত্তম পন্থা না হয়ে থাকে, তাহলে এই সমাধান ক্যাডার সার্ভিসের প্রক্রিয়ার মধ্যেই আছে। শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমেও এই সমাধানের রাস্তা আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও