You have reached your daily news limit

Please log in to continue


জন–আকাঙ্ক্ষা পূরণে অর্থনীতি অগ্রাধিকার পাক

জরিপের মাধ্যমে কোনো নির্দিষ্ট বিষয়ে জনগণের ধারণা তুলে ধরা হয়। যদিও এর ফলাফল নির্ভর করে জরিপ গ্রহণকারীর উদ্দেশ্য ও প্রশ্নের ধরনের ওপর। এই বিবেচনা মাথায় রেখে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) পরিচালিত ‘পালস সার্ভে ২০২৪: জনগণের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশা’ শীর্ষক জরিপটির বিশ্লেষণ সমসাময়িক প্রেক্ষাপটে প্রাসঙ্গিক। অংশগ্রহণকারী ৭১ শতাংশ মানুষ বলেছেন, দেশ ঠিক পথে যাচ্ছে। এর পাশাপাশি ৮১ শতাংশ মানুষের চাওয়া, সংস্কার কার্যক্রম শেষ করতে যত দিন প্রয়োজন, অন্তর্বর্তী সরকার তত দিন ক্ষমতায় থাকুক। 

জরিপে গ্রাম ও শহরের বিভিন্ন শ্রেণি–পেশার ২ হাজার ৩৬৩ মানুষের মতামত নেওয়া হয় টেলিফোনে। এতে দেশের রাজনীতি, অর্থনীতি, অন্তর্বর্তী সরকারের মেয়াদ, বর্তমান সময়ের সমস্যা, সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। গত ২২ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে এই জরিপ পরিচালনা করা হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন