জুলাই অভ্যুত্থানের গ্রাফিতিগুলো মুছবেন না

বণিক বার্তা মুহাম্মাদ শাখাওয়াত হুসাইন ওয়াদুদ প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৯

জুলাই অভ্যুত্থানের দুটি গুরুত্বপূর্ণ কালচারাল অনুষঙ্গ গ্রাফিতি আর কয়েকটি র‍্যাপ গান। আন্দোলনের চূড়ান্ত দিন, অর্থাৎ ৫ আগস্টের আগে ও পরে যেসব গ্রাফিতি হয়েছে সেগুলোর ধরন মোটাদাগে আলাদা। সেটি বক্তব্য বা ‘নান্দনিকতার’ দিক থেকেও আবার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের দিক থেকেও।


৫ আগস্ট স্বৈরাচার পতনের দিন পর্যন্ত দেয়ালগুলোয় যে গ্রাফিতি হয়েছে, তার অধিকাংশ মোটামুটি সাদাকালো রঙ আর স্প্রে কালার দিয়ে করা দেয়াললিখন। অল্পকিছু রঙিন যে হয়নি তা নয়, তবে ওই সময়কার গ্রাফিতিগুলোর বেশির ভাগই লেখা, চিত্রকর্ম কমই। আর শেখ হাসিনা সরকারের পতনের পর, অর্থাৎ ৫ আগস্টের পর যে গ্রাফিতিগুলো হয়েছে, তা প্রধানত রঙিন এবং লেখার পাশাপাশি চিত্রকর্মও এসব গ্রাফিতির অন্যতম বিষয়বস্তু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও