‘ল্যান্ড জিহাদ’: ভারতে যেভাবে মুসলমানদের অধিকার ছেঁটে ফেলা হচ্ছে
হিন্দু জাতীয়তাবাদীরা সব সময় স্বপ্ন দেখেন, তাঁরা ভারতকে ‘হিন্দুত্ববাদী রাষ্ট্রে’ রূপান্তর করবেন। এ স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে তাঁদের সবচেয়ে বড় শত্রু ভারতের সংখ্যালঘু মুসলমানরা। হিন্দু জাতীয়তাবাদী মতাদর্শের সবচেয়ে প্রভাবশালী চিন্তক বিনায়ক দামোদর সাভারকর তাঁর ‘হিন্দুত্ববাদ: কে একজন হিন্দু’ বইয়ে লিখেছেন, ‘ভারত হিন্দুদের পবিত্র ভূমি; এটা মুসলমান অথবা খ্রিষ্ট্রানদের পবিত্র ভূমি নয়।’
একইভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) নেতা এম এস গোলওয়ালকর তাঁর ‘বাঞ্চ অব থটস’ বইয়ে লিখেছেন, ভারতের ভেতরের তিন শত্রু হলো মুসলমান, খ্রিষ্ট্রান ও কমিউনিস্ট।
এখন যেহেতু এই মতাদর্শের লোকেরা ক্ষমতায় এসেছেন, তাঁরা তাঁদের সেই স্বপ্নকে যেকোনো উপায়ে পূরণ করতে বদ্ধপরিকর। মুসলমানদের তাঁদের পথ থেকে সরাতে না পেরে তাঁরা সম্ভাব্য সব উপায়ে তাঁদেরকে প্রান্তিক করার চেষ্টা করে যাচ্ছেন। সেটা অর্জনের জন্য তাঁরা অব্যাহতভাবে কয়েকটি ভুল বয়ানের ওপর ভিত্তি করে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে অন্যতম প্রধান হলো ‘ল্যান্ড জিহাদ’ বা ‘ভূমি জিহাদ’।
- ট্যাগ:
- মতামত
- অধিকার
- মুসলমানদের উপর হামলা