ভারতনির্ভরতা কমাতে বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা কতটুকু
পররাষ্ট্রনীতিকে বৈচিত্র্যময় করতে ও ভারতনির্ভরতা কমাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক জোট আসিয়ানে যোগ দিতে পারে বাংলাদেশ। কিছু পর্যবেক্ষক মনে করেন, এই মুহূর্তে বাংলাদেশের আসিয়ানে যোগ দেওয়াটা আপাতত সম্ভব নয়। বিশেষ করে, শেখ হাসিনা সরকারের পতনের দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে যখন বাংলাদেশ হিমশিম খাচ্ছে, তখন বিষয়টি খুব একটা সহজ হবে না। তবে কিছু পর্যবেক্ষক মনে করেন, আন্তর্জাতিক সামুদ্রিক সালিসের অভিজ্ঞতা ও এই অঞ্চলের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোটে বাংলাদেশের যোগদানের পক্ষে কাজ করতে পারে।
গত বুধবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস বা আসিয়ানের সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চান। মালয়েশিয়া আগামী বছর আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব পাবে। ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিমের সঙ্গে বৈঠকের সময় আসিয়ানের সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চাওয়ার বিষয়টি উত্থাপন প্রধান উপদেষ্টা। হাইকমিশনার জানান, তিনি ড. ইউনূসের অনুরোধ তাঁর সরকারকে জানাবেন।
গত মাসের প্রথম দিকে ফ্রান্স থেকে বাংলাদেশে আসেন ৮৪ বছর বয়সী নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। গণতান্ত্রিক সংস্কার ও সংকট থাকা দেশের স্থিতিশীলতা পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ কাজ তাঁর সামনে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসানে দেশে ফেরেন তিনি।
মালয়েশিয়ার প্যাসিফিক রিসার্চ সেন্টারের প্রধান উপদেষ্টা ওহ ই সান বলেন, ‘আসিয়ানের সদস্যপদ পেতে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার দ্বারস্থ হওয়া স্বাভাবিক। কারণ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা মুসলিম এবং দেশটি ২০২৫ সালে আসিয়ান চেয়ার হতে চলেছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে আরও বেশি বাণিজ্য ও বিনিয়োগ আনতে আগ্রহী।’
সিঙ্গাপুর ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সিনিয়র এই ফেলোর মতে, ‘বাংলাদেশের যে রাজনৈতিক ও আর্থসামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি বেশির ভাগ আসিয়ান দেশ তার প্রতি সহানুভূতিশীল এবং দেশটির উন্নয়নের দুর্দান্ত সম্ভাবনা দেখে। তবে, কোনো আঞ্চলিক গোষ্ঠীর সদস্যপদ পাওয়ার জন্য বাস্তবসম্মতভাবে আবেদন করার আগে বাংলাদেশকে অবশ্যই রাজনৈতিক ও আর্থ-সামাজিকভাবে আরও স্থিতিশীল হতে হবে।’
তবে আসিয়ানের সামনে মিয়ানমারের সংকটের মতো কিছু বিষয় আছে মাথা ঘামানোর। তাই বাংলাদেশের সদস্যপদ পাওয়াটা সহজ নাও হতে পারে। এ বিষয়ে ওহ ই সান বলেন, ‘মিয়ানমার সংকট এখনো চলছে। এই অবস্থায় আসিয়ান নিশ্চয়ই নতুন কোনো সদস্য নিতে চাইবে না যারা নিজেরাই এখনো অনেক সমস্যার মধ্যে আছে। তাড়াহুড়োর তো প্রশ্নই আসে না।’