জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী কিলার আকরাম গ্রেফতার

জাগো নিউজ ২৪ বিহারি ক্যাম্প, মোহাম্মদপুর প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৫, ১৯:৪০

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী মো. আকরাম ওরফে কিলার আকরামকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাব। আকরাম জেনেভা ক্যাম্পের চার নম্বর ব্লকের বাসিন্দা আহমেদ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


বুধবার (১৫ জানুয়ারি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু।


তিনি জানান, সম্প্রতি মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম এবং ভুঁইয়া সোহেল গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে শর্টগান থেকে সক্রিয়ভাবে প্রতিপক্ষের ওপর কিলার আকরামকে গুলি করতে দেখা যায়। আকরাম বর্তমানে চুয়া সেলিমের পক্ষের হয়ে সোহেল গ্রুপের ওপর হামলা চালায়।


ওই ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত ও সাগর নামের একজন নিহত হন। সাগর নিহতের ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া মামলায় আকরাম অন্যতম আসামি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও