You have reached your daily news limit

Please log in to continue


কী বলছে রক্তরঞ্জিত গ্রাফিতিগুলো!

ছাত্র-জনতার আন্দোলনের একপর্যায়ে কারফিউ জারির পরপরই আমাদের মহল্লার দেওয়ালে দেখতে পেয়েছিলাম কাঁচা হাতে ইংরেজিতে স্প্রে করে লেখা-‘কিলার হাসিনা’। পুলিশের উদ্দেশেও ভয়ংকর কথা লেখা ছিল পাশেই। সেটা এখানে আর উল্লেখ না করি। পুলিশ-জনতা সম্পর্কের মারাত্মক অবনতির পরিণতিতে তাদের ওপর ব্যাপক হামলাও ঘটে গেছে এর মধ্যে। পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করার এই হলো পরিণতি! কর্মক্ষেত্র থেকে লাপাত্তা পুলিশের সিংহভাগই অবশ্য ইতোমধ্যে কাজে ফিরে এসেছে। ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে তাদের কাজটাও এতদিন সামলাচ্ছিল আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এ এক নজিরবিহীন ব্যাপার। কোটা সংস্কার আন্দোলন অবশেষে যেভাবে একটি সরকারেরই পতন ঘটিয়ে দিল, সেটাও তো নজিরবিহীন। রক্তক্ষয়ী এ আন্দোলনের পর আবার দেওয়ালগুলো ভরে উঠছে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতিতে। পথে যেতে যেতে বুদ্ধিদীপ্ত আর গভীর তাৎপর্যময় এসব কাজ দেখে মানুষ থমকে দাঁড়াচ্ছে। কেউ কেউ সেলফোনে তুলে নিচ্ছে ছবি। সেগুলো আবার শেয়ার করছে ফেসবুকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন