You have reached your daily news limit

Please log in to continue


অসহনীয় যানজট : জনদুর্ভোগ নিরসনে কার্যকর ব্যবস্থা নিন

৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হওয়ার পর গত রোববার শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবকিছু খুলে দেওয়া হয়েছে। কয়েক দিন অস্থিরতা ও অনিশ্চয়তার পর মানুষও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এসেছে। এতে সড়কে যানবাহনের চাপও বেশি।

অন্যদিকে বিভিন্ন পেশাজীবী ও জনগোষ্ঠী নিজ নিজ দাবিনামা নিয়ে রাস্তায় নামায় রোববার ঢাকা শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। সোমবারও ঢাকার চিত্র অনুরূপ ছিল। বরং ঢাকার উপকণ্ঠে বকেয়া মজুরির দাবিতে সড়ক অবরোধ করারও খবর পাওয়া গেছে। ফলে দুদিন ধরে ঢাকার বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েন।

এই ভোগান্তি দূর করার উপায় কী। যানজটের কারণে মানুষ ঘরে বন্দী থাকবে, সেটা হতে পারে না। মানুষ জীবন–জীবিকার জন্য বাইরে যাবেন এবং তাঁদের যাতায়াতও সহজ ও নির্বিঘ্ন করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন