শ্রীপুরে শিক্ষার্থী–পুলিশ সংঘর্ষ: ব্যবসায়ী নিহত, আহত অর্ধশতাধিক
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৪, ২১:০৩
গাজীপুরের শ্রীপুরের ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের মাওনায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের দাবি, পুলিশ গুলি করে হত্যা করেছে। মরদেহ হাসপাতালের স্ট্রেচারে করে নিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। তবে পুলিশ বলছে, তিনি গুলিতে মারা যাননি।
উত্তেজিত শিক্ষার্থীরা আজ তিনটি পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দিয়েছে। পরে তারা মাওনা হাইওয়ে থানায় হামলা চালিয়ে ভেতরে থাকা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। সংঘর্ষে পুলিশের রাবার বুলেটে শতাধিক আহত হয়েছে।