হামলাকারী শনাক্ত হচ্ছে সিসিটিভির ফুটেজে

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪, ১২:০৮

কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’-এর মধ্যে গত বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত রাজধানীর বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এসব স্থাপনায় থাকা সিসিটিভি ক্যামেরাগুলো ভাঙচুর ও পুড়িয়ে ফেলার আগমুহূর্ত পর্যন্ত সবকিছুর ছবি ও ভিডিও ধারণ করেছে। সেসব ফুটেজ দেখেই এখন হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগ বলছে, ইতিমধ্যে তারা বিভিন্ন স্থাপনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এর বাইরে ওই স্থাপনার আশপাশে থাকা ভবন থেকেও সিসিটিভি ফুটেজ নিয়ে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে অনেকের তথ্য জানার জন্য বিভিন্ন মাধ্যমে বার্তা পাঠিয়ে সাহায্য চাইছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও