You have reached your daily news limit

Please log in to continue


সীমাবদ্ধ আইনের সুফল পাচ্ছে দুর্নীতিবাজরা

কর্মচারীরা দুর্নীতি করে ক্ষমতার অপব্যবহার করে। ঘুস, তহবিল তছরুপ, আত্মসাৎ, পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি এবং অন্যান্য অনৈতিক কার্যক্রম দ্বারা কর্মচারীরা দুর্নীতি করে। তাদের এ দুর্নীতি প্রশাসনের প্রতি জনগণের আস্থা বিনষ্ট করে, সরকার এবং সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এছাড়া দুর্নীতি সর্বদাই সুশাসন ও গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করে। দুর্নীতিবিরোধী কঠোর আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দ্বারাই কেবল সরকারি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায্যতা নিশ্চিত করে জনআস্থা প্রতিষ্ঠা করা যায়; কিন্তু প্রশ্ন হলো, দুর্নীতিবিরোধী আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি না করে, বরং তা আরও শিথিল ও নমনীয় করে দুর্নীতিকে লাগামহীনভাবে চলতে দেওয়ার দায় কার?

স্বচ্ছতা ও জবাবদিহি দুর্নীতি দমনের উপায় ও কৌশলের মধ্যে অন্যতম হলেও প্রাথমিক ও প্রধানতম উপায় ও কৌশল হলো কঠোর আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, দুর্নীতি দমনের জন্য বাংলাদেশের আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো অত্যন্ত নমনীয় ও শিথিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন