সম্পত্তি ক্রয় ও ব্যবসায় অনুমতি নেননি মতিউর

প্রথম আলো প্রকাশিত: ২৭ জুন ২০২৪, ১১:৪৮

ছাগল-কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য সাবেক সদস্য মতিউর রহমান সরকারি কর্মচারী আচরণ বিধিমালার গুরুতর লঙ্ঘন করেছেন। তিনি তিন ধরনের আচরণবিধি মানেননি।


প্রথমত, বাড়ি, গাড়িসহ বিভিন্ন ধরনের স্থাবর সম্পদ কেনার আগে মতিউর রহমান কর্তৃপক্ষের অনুমতি নেননি। দ্বিতীয়ত, ‘ফাটকা ব্যবসায় বিনিয়োগে নিষেধাজ্ঞা’ সত্ত্বেও শেয়ারবাজারে তাঁর ও পরিবারের সদস্যদের বিনিয়োগ আছে। তৃতীয়ত, মতিউর রহমান ও তাঁর ছেলে-মেয়েদের নামে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে মালিকানা আছে, যা সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘনের শামিল।


সম্পদ কেনা এবং বিনিয়োগ ও ব্যবসা করার ক্ষেত্রে মতিউর রহমান এনবিআর কিংবা অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কোনো অনুমতি নেননি। এনবিআরের প্রশাসন শাখায় খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে। এই শাখার একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মতিউর রহমান জমি, বাড়ি, গাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও শেয়ারবাজারে বিনিয়োগ— কোনো ক্ষেত্রেই এনবিআরের অনুমতি নেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও