শিশুদের দৃষ্টিশক্তি বাড়াতে যেসব ফল খাওয়ানো উচিত
যুগান্তর
প্রকাশিত: ২৬ জুন ২০২৪, ১৭:১৪
বর্তমানে শিশুদের পড়াশোনার পাশাপাশি স্ক্রিন টাইম বেড়েই চলেছে। প্রতিদিন বাড়ছে মোবাইলে গেম আর টিভির প্রতি আসক্তিও। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার সন্তানের চোখ। আর দিন দিন বাড়ছে চশমার পাওয়ার। আর এ থেকে রক্ষা পেতে এমন কিছু ফল শিশুদের খাওয়ানো উচিত, যা আপনার সন্তানের চোখ ও স্বাস্থ্যরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই এসব ফল নিয়মিত আপনার সন্তানকে খাওয়ালে দৃষ্টিশক্তিও বাড়বে। এবং চোখের স্বাস্থ্যও ঠিক থাকবে।
চলুন জেনে নিই, যেসব ফল খেলে দৃষ্টিশক্তি বাড়বে—