হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় ব্যবহার করা যাবে এআর ইফেক্ট ও ফিল্টার
ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত ভিডিও কল করেন অনেকেই। কিন্তু হঠাৎ বন্ধু বা পরিচিত কেউ ভিডিও কল করলে প্রস্তুতি না থাকায় চেহারা নিয়ে বেশ বিব্রত হতে হয়। এ সমস্যা সমাধানে ভিডিও কলের সময় অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির ইফেক্ট ও ফিল্টার ব্যবহারের সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। শিগগিরই এ সুবিধা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, বর্তমানে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৪.১৩.১৪ বেটা সংস্করণ ব্যবহারকারীরা ভিডিও কল করার সময় পরীক্ষামূলকভাবে এআর ইফেক্ট ও ফিল্টার ব্যবহার করতে পারছেন। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে ভিডিও কল চালু থাকা অবস্থায় ত্বককে মসৃণ করার পাশাপাশি কম আলোতেও উজ্জ্বল ছবি প্রদর্শন করা যাবে। ফলে ভিডিও কলের অপর প্রান্তে থাকা ব্যক্তিরা সুন্দর চেহারা দেখতে পারবেন।