নিবন্ধন ছাড়াই চলছে রাজধানীর বড় বড় হাসপাতাল
বছরের শুরুতে সরকার ঢাকঢোল পিটিয়ে অবৈধ হাসপাতালের বিরুদ্ধে অভিযান শুরু করলেও খোদ রাজধানীতেই বেশ কিছু বড় বেসরকারি হাসপাতাল চলছে নিবন্ধন ছাড়া। তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর গত জানুয়ারি মাসে নিবন্ধন না থাকা ১ হাজার ২৭টি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের (ক্লিনিক, ডায়াগনস্টিক, ব্লাড ব্যাংক) তালিকা করেছিল। তালিকাটি ছিল সারা দেশের। অনেক প্রতিষ্ঠান নিবন্ধনের জন্য কখনো আবেদনও করেনি। এর মধ্যে রাজধানীর বড় কিছু প্রতিষ্ঠানও রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ওই তালিকায় রয়েছে স্বাস্থ্য খাতে দেশের বৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান বারডেম-২ হাসপাতাল। এই হাসপাতালের নিবন্ধনের জন্য এ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরে কোনো আবেদনও করা হয়নি। আইন অনুসারে, মেডিকেল কলেজ পরিচালনা করতে হলে ওই প্রতিষ্ঠানের হাসপাতাল থাকতে হয়; কিন্তু ইব্রাহিম মেডিকেল কলেজের নামে কোনো হাসপাতাল নেই।