কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আসুন অন্তত এ উদাহরণটি অনুসরণ করি

যুগান্তর ড. মুহাম্মদ ইসমাইল হোসেন প্রকাশিত: ১৫ জুন ২০২৪, ১৬:২৬

এবারের লোকসভা নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জয়লাভ করায় পরপর তিন দফায় নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর চেয়ার অলঙ্কৃত করে এক্ষেত্রে তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করলেন। যদিও এবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য বিজেপিকে তার মিত্র বা জোটের শরণাপন্ন হতে হয়েছে এবং এক্ষেত্রে কিছুটা কসরতও করতে হয়েছে। কারণ, বিজেপি জোটের দুটি দলকে টার্গেট করে কংগ্রেসের রাহুল গান্ধী যেভাবে ছোটাছুটি শুরু করেছিলেন, তাতে করে দল দুটিকে জোট থেকে ছুটিয়ে আনতে পারলে কংগ্রেসও হয়তো কোয়ালিশন সরকার গঠন করতে পারত; কিন্তু তা সম্ভব হয়নি। কারণ, রাজনৈতিক দাবার চালে কংগ্রেস এখন অনেকটাই দুর্বল। তাদের দলে ঝানু রাজনীতিকের সংখ্যাও আগের তুলনায় অনেক কম। সুতরাং, যা ঘটার তা-ই ঘটেছে, মোটামুটি স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদির বিজেপি সরকার গঠন করেছে। যাক সে কথা।


আজকের লেখার মূল উদ্দেশ্য ভারতের নির্বাচন, তথা নির্বাচন কমিশন নিয়ে। সেই সুযোগে আমাদের দেশের নির্বাচন নিয়েও কিছু বলার ইচ্ছা আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও