কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পশ্চিমের তোড়জোড়, এশিয়াসহ বাকি দুনিয়ার অনীহা

প্রথম আলো শাকিল আনোয়ার প্রকাশিত: ১৫ জুন ২০২৪, ১৬:১৭

এ মাসের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরে আন্তর্জাতিক একটি গবেষণা সংস্থার আয়োজনে একটি নিরাপত্তা সম্মেলন চলার সময় হঠাৎ প্রায় না বলেই সেখানে হাজির হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উদ্দেশ্য ছিল জুনের ১৫-১৬ তারিখে সুইজারল্যান্ডে তাঁর দেশে যুদ্ধ বন্ধে যে শান্তি বৈঠক হতে যাচ্ছে, তাতে এশিয়া থেকে যত বেশি সম্ভব অংশগ্রহণ নিশ্চিত করা। 


বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে তাঁদের সুইজারল্যান্ড যাওয়ার জন্য অনুরোধ করেন তিনি। কিন্তু কাজ তেমন হয়নি। নিশ্চিত প্রতিশ্রুতি পান শুধু সিঙ্গাপুর, পূর্ব তিমুর ও ফিলিপাইনের কাছ থেকে। পরে অবশ্য থাইল্যান্ড অংশগ্রহণ নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে, ইন্দোনেশিয়াও হয়তো যেতে পারে। কিন্তু শুধু পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা ছাড়া বাকি তিনটি দেশই সরকারের নিচু পর্যায়ের প্রতিনিধি পাঠাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও