উদ্ভিদ সংগনিরোধ: ৩০ কোটি টাকার নতুন যন্ত্রপাতি পড়ে ছিল ৫ বছর, মেরামতে ব্যয় হচ্ছে আড়াই কোটির বেশি
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরির ৫৬ আইটেমের ৭১টি যন্ত্র মেরামতের জন্য দরপত্র ডাকা হয়েছে। দরপত্রে মেরামতের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬৫ লাখ টাকা। ‘উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্প’-এর আওতায় এসব যন্ত্র মেরামত করা হবে।
জানা গেছে, যন্ত্রগুলো পাঁচ-ছয় বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। তবে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আগের একটি প্রকল্পে কেনা অব্যবহৃত যন্ত্রপাতি মেরামতের দরপত্র দেওয়া হয়েছে। কারণ, ওই যন্ত্রপাতি সচল কি না, সেটি তাঁদের জানা নেই।
জানা গেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘বাংলাদেশ ফাইটোস্যানিটারি সামর্থ্য শক্তিশালীকরণ প্রকল্প’-এর আওতায় ২০১৮-১৯ সালের দিকে কেনা হয়েছিল যন্ত্রগুলো। কেন্দ্রীয় প্যাকিং হাউসের মান উন্নয়নের জন্য প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে এই যন্ত্রগুলো কেনা হলেও রপ্তানিকারকদের কৃষিপণ্যের মান যাচাইয়ে তা ব্যবহার করা হয়নি। ফলে অব্যবহৃত যন্ত্র মেরামতের উদ্যোগ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।