বিদায়ের পর মুস্তাফিজের জন্য আক্ষেপ চেন্নাই অধিনায়কের
বাঁচা–মরার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে আইপিএল থেকে ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস। যদিও ম্যাচ হারলেও, তাদের সামনে প্লে–অফে যাওয়ার সুযোগ ছিল। এজন্য বেঙ্গালুরুর চেয়ে হারের ব্যবধান রাখতে হতো ১৭ রানের, কিন্তু সেটি তো হয়ইনি, উল্টো ২৭ রানে হার নিয়ে আসর শেষ করেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। পরবর্তীতে ম্যাচ শেষে মুস্তাফিজুর রহমানকে না পাওয়া নিয়ে আক্ষেপ ঝরেছে চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের কণ্ঠে।
গতকাল (শনিবার) ঘরের মাঠ চিন্নাস্বামীতে চেন্নাইয়ের বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেটে ২১৮ রানের বড় পুঁজি গড়েছিল আরসিবি। দলের হয়ে ৩৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন ফ্যাফ ডু প্লেসি। জয়-পরাজয় ছাপিয়ে প্লে-অফে যাওয়ার লড়াইয়ে সুবিধাজনক অবস্থানেই ছিল চেন্নাই। বেঙ্গালুরুর বিপক্ষে জিততে বড় টার্গেট হলেও ২০১ রান করলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যেত ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। সে লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৯১ রানেই থেমেছে ধোনিরা। অর্থাৎ ১০ রান স্বল্পতায় কপাল পুড়েছে তাদের।