টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অনেক চ্যালেঞ্জের বছর
সেই ২০০৩ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট ম্যাচ খেলেছ বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের কুলীন দেশটিতে বাংলাদেশের প্রথম ও এখনও পর্যন্ত শেষ টেস্ট সিরিজ সেটি। এরপর এদেশের ক্রিকেটে দু-তিনটি প্রজন্ম চলে গেছে। দেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, সফলতম ওপেনার তামিম ইকবাল কখনও অস্ট্রেলিয়াতে টেস্ট খেলার সুযোগ পাননি। সোনালি সেই প্রজন্মের আরেক প্রতিনিধি মুশফিকুর রহমান পৌছেঁ গেলেন ক্যারিয়ার গোধূলিতে। অবশেষে ফুরোচ্ছে সেই অপেক্ষা।
সব ঠিকঠাক থাকলে এই বছর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। বছরের শেষ নাগাদ বাংলাদেশ যাবে দক্ষিণ আফ্রিকা সফরেও। ২০২৬ সালকে বলা যায় বাংলাদেশের টেস্ট ক্রিকেটে চ্যালেঞ্জের বছর।
এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড ১০টি (২০২২ ও ২০২৪ সালে)। এ বছরও অন্তত ১০টি টেস্ট খেলবে বাংলাদেশ।
বছরের প্রথম মাসে বাংলাদেশের ক্রিকেট ডুবে থাকবে বিপিএলেই। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততার শুরু ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল। গ্রুপের প্রথম তিন ম্যাচে লিটন কুমার দাসের দল খেলবে কলকাতায়, পরেরটি মুম্বাইয়ে।
বিশ্বকাপ থেকে ফেরার পর মার্চে দেশের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ। দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজটি অবশ্য দুই ভাগে হবে, পাকিস্তান সুপার লিগের আগে ও পরে।