আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী খেলোয়াড়কে কেনার বকেয়া শোধ করতে না পেরে নিষিদ্ধ ব্রাজিলের ক্লাব

প্রথম আলো প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬, ১৬:১৬

ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়েছে ব্রাজিলের ক্লাব বোতাফোগো। আর্জেন্টাইন তারকা থিয়াগো আলমাদাকে দলে নেওয়া–সংক্রান্ত বকেয়া অর্থ পরিশোধ না করায় ক্লাবটির ওপর টানা তিনটি দলবদলের মৌসুমে খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা।


বুধবার ফিফা জানায়, মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব আটলান্টা ইউনাইটেডের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, ২০২২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার আলমাদাকে ২০২৪ সালে বোতাফোগোর কাছে বিক্রির সময় চুক্তি অনুযায়ী ২ কোটি ১০ লাখ ডলার ট্রান্সফার ফি এখনো পরিশোধ করা হয়নি। ফিফার ‘রেজিস্ট্রেশন ব্যান’ তালিকায় এই শাস্তি যুক্ত করা হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর হবে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর থেকে।


২৪ বছর বয়সী আলমাদা বোতাফোগোর হয়ে ব্রাজিলিয়ান লিগ শিরোপা ও কোপা লিবার্তাদোরেস জিতেছেন। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে তাঁকে ধারে ফরাসি ক্লাব লিওঁতে পাঠানো হয়। চলতি বছর জুলাইয়ে আলমাদাকে স্প্যানিশ জায়ান্ট আতলেতিকো মাদ্রিদের কাছে বিক্রি করে দেয় বোতাফোগো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও