বাংলাদেশ কেন ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়ন করবে?

ডেইলি স্টার গোলাম মোর্তোজা প্রকাশিত: ১৪ মে ২০২৪, ১৩:০৩

সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশ পাসপোর্ট দিতে যাচ্ছে। খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, বাংলাদেশ কেন রোহিঙ্গাদের পাসপোর্ট দেবে? পাসপোর্ট দেওয়া মানে তো নাগরিকত্ব দেওয়া। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। বাংলাদেশকে কেন তাদের পাসপোর্ট দিতে হবে?


বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যেসব রোহিঙ্গা সৌদি আরবে গেছে, তাদের পাসপোর্ট নবায়ন করতে বাংলাদেশ সম্মত হয়েছে। গতকাল ঢাকায় সৌদি আরবের উপস্বরাষ্ট্রমন্ত্রী নাসের বিন আবদুল আজিজ আল দাউদের সঙ্গে আলোচনার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথা বলেছেন।


সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
উল্লেখ করা হয়েছে, এই ৬৯ হাজার রোহিঙ্গা ৭০-এর দশকে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরবে গেছেন। সেই পাসপোর্টগুলো এখন নবায়ন করা হবে।


বোঝা যায়, বাংলাদেশের এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে সৌদি আরবের একটা বড় চাপ আছে। এই চাপ সৌদি আরব ২০১০ সাল থেকে দিয়ে আসছে।


২০২২ সালের ১৩ নভেম্বর দ্য ডেইলি স্টার বাংলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেই সময়ও সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ বাংলাদেশে এসেছিলেন ১০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে। তখন আলোচনায় বলেছিল, সৌদি আরবে ৩ লাখ রোহিঙ্গা আছে।


এই ৩ লাখ রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশকে চাপ দেয় সৌদি আরব। যদিও বাংলাদেশ বা সৌদি আরব কেউই স্বীকার করেনি যে চাপ দেওয়া হয়েছে।


সৌদি আরবে বাংলাদেশের বহু শ্রমিক কর্মরত আছেন। সরকারি হিসাব অনুযায়ী এই সংখ্যা প্রায় ২৮ লাখ। কিন্তু বাস্তবে তা ৪০ লাখের বেশি বলে ধারণা করা হয়। এর মধ্যে এই ৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশ থেকেই দেশটিতে গিয়েছেন কিনা, তা নিয়ে প্রশ্ন থাকলেও এটা নিশ্চিত যে তারা বাংলাদেশি পরিচয় ধারণ করে আছেন এবং তাদের অনেকের কাছে বাংলাদেশের পাসপোর্ট আছে। তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সৌদি আরব সরকার তাদেরকে বৈধতা দিতে পাসপোর্ট নবায়ন করে দিতে বলেছে বাংলাদেশকে।


প্রশ্ন হচ্ছে, সৌদি আরব বাংলাদেশকে কেন বলবে রোহিঙ্গাদেরকে পাসপোর্ট নবায়ন করে দিতে? কারণ হচ্ছে, মিয়ানমার তাড়িয়ে দেওয়ার পর বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বৈধ করার জন্য সৌদি আরবের একটি বৈধ কাগজ দরকার। এই পাসপোর্টের ভিত্তিতে সৌদি আরব তাদের ভিসা দেবে, কাজের অনুমতি দেবে। কিন্তু তাদের নাগরিকত্ব দেবে না বা স্থায়ীভাবে থাকার অনুমতি দেবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও