মাননীয় জেলা প্রশাসক, নীলফামারীর সব নদী কি বিলুপ্ত হবে
নীলফামারী জেলার দু–চারটি নদী ছাড়া প্রায় সব কটি নদী আমি সরেজমিন দেখেছি। এ জেলার নদীগুলো সুরক্ষার জন্য আমরা সাংগঠনিকভাবে কাজও করছি।
সম্প্রতি কয়েক দিন নীলফামারী গিয়েছিলাম। এক দিন সঙ্গে ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রিভারাইন পিপল ক্লাবের সমন্বয়ক ছাওমুন পাটোয়ারি। সেদিন আমরা যে বাসে উঠলাম, সে বাসে কোনো সিট নেই। পরের বাসে গেলে আধা ঘণ্টা নষ্ট হবে ভেবে বাসে দাঁড়িয়ে নীলফামারী গেলাম।
- ট্যাগ:
- মতামত
- নীলফামারী
- প্রশাসন
- বিলুপ্তির পথে