মিসর কি পারবে ইসরায়েলকে ঠেকিয়ে দিতে?
গত মাসে কায়রোতে ইসরায়েল ও মিসরের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন। রাফায় ইসরায়েলের স্থল অভিযান, সম্ভাব্য যুদ্ধবিরতি ও গাজা যুদ্ধ বন্ধ করতে জিম্মিদের মুক্তির বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
কয়েক দিন পর মিসরের একটি প্রতিনিধিদলও তেল আবিব সফরে যান। সম্ভাব্য চুক্তি নিয়ে তারা ইসরায়েলি নিরাপত্তা সংস্থা শিন বেত, মোসাদ ও দেশটির সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করেছেন।
এদিকে মিসরের একটি সরকারি সূত্র দেশটির সংবাদপত্র আল-শোরোককে বলেছে, রাফায় আগ্রাসন চালালে সেটা হবে ইসরায়েল-মিসর চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ইসরায়েল রাফায় আগ্রাসন শুরু করলে মিসরও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।