বিয়েবিচ্ছেদ কেন বাড়ছে?
‘বিবাহ’ জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রাপ্তবয়স্ক দুজন নারী-পুরুষের ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা। বৈধভাবে মানব বংশের ধারা অব্যাহত রাখার মাধ্যম। মানুষের পক্ষে নিঃসঙ্গভাবে একাকী জীবনযাপন করা কষ্টকর। তাই মহান আল্লাহ মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন এবং স্বামী-স্ত্রী পরস্পরকে ভালোবাসা ও মায়ায় আবদ্ধ করেছেন।
পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘তার নিদর্শনের মধ্যে (একটি) হলো এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন। যাতে তোমরা তার কাছে শান্তি লাভ করতে পারো। আর তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। এর মধ্যে অবশ্যই বহু নিদর্শন আছে সেই সম্প্রদায়ের জন্য, যারা চিন্তা করে।’ (সুরা রুম, আয়াত ২১) স্বামী-স্ত্রীর মধ্যে যেরূপ ভালোবাসা ও মায়া সৃষ্টি হয়, অনুরূপ ভালোবাসা ও মায়া পৃথিবীর অন্য কোনো দুই ব্যক্তির মধ্যে হয় না। এর মাধ্যমে প্রতিটি দাম্পত্য জীবন হয়ে ওঠে স্বর্গসুখের রাজ্য। যে দৃশ্য তাদের পরস্পরের পরিবারের সদস্যদেরও সুখী করে তোলে।
- ট্যাগ:
- মতামত
- বিবাহবিচ্ছেদ
- বিচ্ছেদ