You have reached your daily news limit

Please log in to continue


ভারতীয় গণমাধ্যম ও বাংলাদেশ-ভারত সম্পর্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, 'বাংলাদেশ-ভারত সম্পর্ক গভীর ও বহুমুখী। আমাদের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সেটা আমাদের সম্পর্ককে সংজ্ঞায়িত করবে না।'

আমরা বহুবার বলেছি এবং আবারও বলছি, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের নীতি এমন হওয়া উচিত যা 'উভয়ের জন্য মঙ্গলজনক', যেখানে কারো আধিপত্য থাকবে না, পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকবে এবং পরস্পরের সমৃদ্ধি ও গভীর বোঝাপড়া বাড়বে। দ্য ডেইলি স্টারের সম্পাদক হিসেবে কাজ শুরুর দিনগুলোতে আমি লিখেছিলাম, 'প্রকৃতপক্ষে ভারতের প্রতিবেশী দুটি—চীন ও পাকিস্তান। আমরা বাকিরা কেবল ভৌগোলিক সত্তা, যাদেরকে পরিস্থিতি অনুযায়ী কেবল প্রশংসা, তোষামোদ, ভর্ৎসনা বা শাস্তি দেওয়া হয়।'

২০০৯ থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় থাকার মেয়াদকালটিকে দেখা যায় প্রশংসার সময় হিসেবে। তবে, ছাত্র-জনতার আন্দোলনে সেই সরকার পতনের পর ভারতীয় গণমাধ্যমের একটি শক্তিশালী অংশ এখন বাংলাদেশকে পুরোপুরি ভর্ৎসনা করছে এবং তাদের অনেকে আবার শাস্তির প্রস্তাব দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অংশও সেটা সমর্থন করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন