কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিদারুণ গ্রীষ্মে নতুনতর অভিজ্ঞতা

বিডি নিউজ ২৪ হাসান মামুন প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪, ১৭:৩০

বৃষ্টি হলে তার নিয়মেই হবে। তবে এ মুহূর্তে বৃষ্টি হওয়া প্রয়োজন কিনা, সে বিষয়ে অনেকেই দিচ্ছেন নেতিবাচক মত। তারা বলছেন, কৃষকের ধান উত্তোলনের পর বৃষ্টি হোক। যেসব কৃষকের ধান এরই মধ্যে পেকে গেছে, তারাও চাইছেন এ মুহূর্তে বৃষ্টি– বিশেষত ঝড় বা শিলাবৃষ্টি না হোক।


দেশের সব অঞ্চলে তো তাপমাত্রা এক রকম নয়। একই সময়ে সিলেট বেল্টের অনেক স্থানে তাপমাত্রা কিন্তু সহনীয়। থেকে থেকে সেখানে বৃষ্টি হচ্ছে বলেও তাপমাত্রা খুব বাড়ছে না। তবে আবহাওয়ার এ প্রবণতা পেকে আসা ধানক্ষেত মালিকদের উদ্বিগ্ন করে তুলছে। এ অবস্থায় খবর মিলল বড়লেখার হাওর এলাকায় আধাপাকা ধানও কেটে ফেলার। এমন ঘটনা নিশ্চয় আরও রয়েছে। তাদের আশঙ্কা– প্রবল বৃষ্টি, শিলাবৃষ্টি বা পাহাড়ি ঢলে ফলানো ধানের একটা বড় অংশ হারাতে হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও