প্রশংসা করতে গিয়ে উল্টো অপমান করছেন না তো
প্রশংসা শুনতে ভালো লাগারই কথা। তবে সব প্রশংসা আনন্দদায়ক হয় না, বরং কিছু প্রশংসা উল্টো খারাপ লাগার অনুভূতি সৃষ্টি করে। আপনি হয়তো সরল মনেই প্রশংসাসূচক একটা কথা বললেন। কিন্তু যাঁকে বলছেন, তাঁর কাছে এর অর্থ দাঁড়াল উল্টো। তাঁর হয়তো মনে হলো, আপনি তাঁকে ছোট করে কথাটা বলছেন। ব্যাপারটি যদি এমন দাঁড়ায়, তাহলে কিন্তু আপনার প্রশংসা করাটাই অর্থহীন হয়ে পড়ে।
তাই প্রশংসা করতে চাইলে কোন ধরনের কথা এড়িয়ে চলা উচিত, জেনে নেওয়া যাক আজ।
‘নারী হয়েও তুমি এত দায়িত্ব সামলাচ্ছো’ বা ‘পুরুষ হয়েও তুমি এত দায়িত্ব সামলাচ্ছো’
দায়িত্বের কিন্তু নারী-পুরুষ ভেদাভেদ হয় না। একজন নারী হয়তো তাঁর পেশায় দারুণ সফলতা পেয়েছেন, কিংবা একজন পুরুষ হয়তো ঘরের কাজ বা সন্তান পালনের কাজ ঠিকঠাক সামলাতে পারছেন। মানুষ হিসেবে তাঁদের কাজের জন্য আপনি অভিনন্দন জানাতেই পারেন। এসব ক্ষেত্রে নারী বা পুরুষ হিসেবে তাঁর দক্ষতা কিন্তু বিশেষ কোনো বিষয় নয়। তবে কোনো কোনো ক্ষেত্রে অবশ্য সামাজিকভাবে চ্যালেঞ্জিং কাজে সফল হওয়া নারীকে এই সামাজিক বাধা জয় করার বিষয়টার উল্লেখ করে বাহবা দেওয়া যেতে পারে। কিন্তু তিনি নারী হিসেবে শারীরিক বা মানসিক ‘দুর্বলতা’কে জয় করেছেন, এমন বাক্য তাঁর জন্য প্রশংসাসূচক নয়।