দাবদাহের ঢাকা, মৃত্যুপুরী ঢাকা
কালের বিবর্তনে এক সময়ের সুন্দর ও সবুজের আচ্ছাদনে মোড়ানো নগরী ঢাকা ক্রমশই হারিয়ে ফেলছে তার ঐতিহ্য ও শ্যামলিমার সৌন্দর্য। ঢাকায় একদিকে যেমন বাড়ছে বায়ুদূষণ, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। কয়েকবছর ধরেই এপ্রিল মাসে ঢাকাসহ সারাদেশে গড়ে সাধারণত দুই-তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ও এক-দুইটি তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যায়।
২০২২ সালের ১৫ এপ্রিলে ঢাকায় ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং ২০২৩ সালের ১৬ এপ্রিল চুয়াডাঙ্গায় ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যা ১৯৬৫ সালের পর অর্থাৎ ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল। ২০২৪ সালের ২০ এপ্রিলে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার তাপমাত্রা ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা এই বছরে রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা।
- ট্যাগ:
- মতামত
- ঢাকা
- দাবদাহ
- মৃত্যুপুরী