ইসরায়েলের লাভের চেয়ে তুলনাহীন ক্ষতিই হলো
৭ এপ্রিল ছয় মাস পূর্ণ হয়েছে ইসরায়েলের গাজা যুদ্ধের, যা এ অভিযানের কোনো মাইলফলক হলো না। বরং এখন এটাই মনে হচ্ছে, ইসরায়েলের কারোরই কোনো ধারণা নেই যে কীভাবে ইতিহাসের এই জঘন্যতম যুদ্ধ শেষ করতে হবে।
এই যুদ্ধের খরচ ক্রমেই স্তূপাকারে বাড়ছে, যা যথেষ্ট উদ্বেগজনক। আর প্রাপ্তি বা লাভ তো নগণ্য, বলতে গেলে নেইই। সে কারণেই এখন আমাদের সমবেতভাবে সাহস সঞ্চয় করে বলতে হবে, ছয় মাস ধরে চলা বিপর্যয় থেকে মনে হচ্ছে, যুদ্ধটা না হলেই ভালো হতো।
ইসরায়েলের হাতে বিকল্প ছিল যুদ্ধে না যাওয়ার। এ পর্যন্ত যা হয়েছে, তা–ই যদি ফলাফল হয়, তাহলে বরং সংবরণ নীতি নিয়ে যাঁরা ৭ অক্টোবরের ভয়াবহতার জন্য দায়ী, শুধু তাঁদেরই শাস্তি দিয়ে অগ্রসর হওয়া যেত। এতে সবাই লাভবান হতো, শুধু ইসরায়েলের পৌরুষত্ব ও সামরিক অহংবোধ ছাড়া যা বরাবরই অসমানুপাতিক প্রতিদান ও শাস্তি আরোপ করেছে এবং তা যে মূল্যেই হোক না কেন। এটাতো চূড়ান্তভাবে শিশুসুলভ ও বোকামির নীতি। সবচেয়ে ভয়ের বিষয় হলো, ইরানের বিরুদ্ধেও ইসরায়েল এই নীতি অনুসরণ করতে যাবে।
সর্বাধুনিক ভূমিভেদী রাডার দিয়েও গাজার ধ্বংসস্তূপ ও কবরগুলোর ভেতরে গর্ত করে এই যুদ্ধে ইসরায়েলের জন্য লাভজনক একটি উপাদানও খুঁজে বের করা যাবে না। বিপরীতে তুলনাহীন ক্ষয়ক্ষতি তো খোলা চোখেই দেখা যাচ্ছে।
অবশ্য আগেও এগুলো বলা হয়েছে, যদিও কোনো কাজ হয়নি। কিন্তু সবচেয়ে বড় সর্বনাশটা হলো দুনিয়াজুড়ে ইসরায়েলর নৈতিকতার ধস, যা প্রায় অফেরতযোগ্য। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার আরও কয়েক বছর লেগে যাবে আগের অবস্থানে ফিরে আসতে। ইসরায়েলকেও একইভাবে আরও অনেক বছর কাজ করতে হবে গাজা যুদ্ধের পর আগের অবস্থানে ফেরে যেতে। কিন্তু রাশিয়ার চেয়ে ইসরায়েলের অবস্থা অনেক নাজুক।
বহির্বিশ্বে ইহুদিবিদ্বেষের (অ্যান্টিসেমিটিজম) ঘটনাগুলো আলাদা করে সরিয়ে রাখুন, সেগুলোর সামান্য কিছু সত্যি। গাজায় ইসরায়েল যা করছে, তা দেখার পর যে কারোরই ঘৃণা ও বিদ্বেষ জন্মাবে। দুনিয়া কী ভাবল, সেটাও বাদ দিয়ে আমাদের অবস্থাটা একবার দেখি। আমরা তো সব সময়ই ফিলিস্তিনিদের দুর্ভোগের বিষয়ে ঔদাসীন্য দেখিয়ে এসেছি। আর এবার আমরা এই চরম উদাসীনতার নতুন এক দানবীয় বিবরণী তৈরি করেছি।