চিহ্নিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সমস্যা কোথায়?

যুগান্তর ইফতেখার উদ্দিন চৌধুরী প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৪, ১৭:২৯

কবিগুরু রবিঠাকুরের ‘প্রান্তিক’ কাব্যগ্রন্থের একটি কবিতার পঙক্তি দিয়ে নিবন্ধের সূচনা করছি : ‘নাগিনীরা চারি দিকে ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস,/শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস-/বিদায় নেবার আগে তাই/ডাক দিয়ে যাই/দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত/হতেছে ঘরে ঘরে।’


দেশবাসী সম্যক অবগত আছেন, চলমান রাশিয়া-ইউক্রেন, ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধসহ নানামুখী সংকটে বিপর্যস্ত বৈশ্বিক অর্থনীতি। এ পরিপ্রেক্ষিতে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তথ্য দেশের গণমাধ্যমে প্রতিনিয়তই প্রচারিত হচ্ছে। জনশ্রুতিমতে, সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা সংস্থাসহ সর্বত্রই অশুভ শক্তির অপতৎপরতা জনগণের জীবনকে অতিষ্ঠ করে তুলছে। ঘুস-দুর্নীতি ও হয়রানির কারণে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। ব্যক্তিস্বার্থ চরিতার্থে প্রত্যেক প্রতিষ্ঠানেই ঘাপটি মেরে থাকা শর্ষের ভূতগুলো সক্রিয়। এদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা দেশের সব উন্নয়ন অর্জনকে নস্যাৎ করে দিচ্ছে। জনগণের মধ্যে এসব ভূত তাড়ানোর শক্তি অত্যন্ত সীমিত। সরকারের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ গ্রহণ করা না হলে অচিরেই সবকিছু মুখ থুবড়ে পড়তে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও