স্বাধীনতার ঘোষণাপত্র: বাংলাদেশের জন্ম সনদ
আজ ১০ এপ্রিল। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক স্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে গঠিত হয় মুজিবনগর সরকার। জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি (রাষ্ট্রপতির অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি) ও তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশ সরকার গঠনের ঘোষণা দেওয়া হয়। মন্ত্রিসভা বা সরকার গঠনের ভিত্তি ছিল ১৯৭০ সালের নির্বাচন। ফলে প্রবাসী সরকার গণতান্ত্রিক রূপ পেয়েছিল।
প্রবাসী সরকার গঠিত হওয়ার পর যুদ্ধকে সুসংগঠিতভাবে পরিচালনার জন্য দেশি-বিদেশি সহায়তায় কার্যকর পরিকল্পনা প্রণয়ন করা সম্ভব হয়েছিল।