নাজাতের দশকে শেষ জুমা
আজ পবিত্র মাহে রমজানের শেষ জুমা। রমজান মাসের শেষ শুক্রবারকে 'জুমাতুল বিদা' নামে অভিহিত করা হয়। এটি নব আবিষ্কৃত একটি পরিভাষা। শরিয়তে জুমাতুল বিদার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। তবুও অনেকের ধারণা, এর বিশেষ ফজিলত রয়েছে। যার ফলে যাদেরকে সচরাচর মসজিদে দেখা যায়না তাদেরকেও আজকে অনেক আগে থেকেই মসজিদে দেখা যাবে। তারা এই জুমাকে এতটাই গুরুত্ব দেয় যা বলার অপেক্ষা রাখে না। অথচ প্রত্যেক জুমাকে আল্লাহপাক বরকতমণ্ডিত আখ্যায়িত করেছেন।
সপ্তাহের মধ্যে সর্বাপেক্ষা ফজিলতপূর্ণ দিন হল পবিত্র জুমার দিন। সপ্তাহের সেরা দিন হল পবিত্র জুমার দিন। আল্লাহতায়ালার কাছে অন্য সব দিনের মধ্যে সর্বাপেক্ষা সম্মানিত দিন হল জুমা। এ দিনকে আল্লাহতায়ালা সীমাহীন বরকত দ্বারা সমৃদ্ধ করেছেন।
- ট্যাগ:
- মতামত
- জুমাআ
- জুমার নামাজ
- শেষ